সেরা পুরনো বাংলা গানের লিরিক্স। সেরা বাংলা গান। Agamir It BD - আগামীর আইটি বিডি

 সেরা পুরনো বাংলা গানের লিরিক্স

আসসালামু আলাইকুম ভাই-বোনেরা আশাকরি সকলে আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে সোনালি দিনের সেরা পুরনো বাংলা গানের লিরিক্স শেয়ার করবো। যা এখনো তমুল জনপ্রিয়তার চলছে এবং চলবে প্রজন্মের পর প্রজন্ম। আজকের সেরা পুরনো বাংলা গানের লিরিক্সের লিষ্টে রয়েছে, 

সেরা পুরনো বাংলা গানের লিরিক্স। সেরা বাংলা গান
সেরা পুরনো বাংলা গানের লিরিক্স। সেরা বাংলা গান


১.হায়রে মানুষ রঙিন ফানুস।

২.আছেন আমার মোক্তার।
 ৩.চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা।
 ৪.কী যাদু করিলা। 
৫.অশ্রু দিয়ে লেখা এ গান। 
৬.কথা বলো না বলো ওগো বন্ধু।
 ৭.তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়।
৮.একবার যদি কেউ ভালোবাসতো।
 ৯.বিমূর্ত এই রাত্রি আমার।
 ১০.তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো।
১১.আমার মন বলে তুমি আসবে।
১২.ওরে নীল দরিয়া।
১৩.আমি সাত সাগর পাড়ি দিয়ে। 
১৪.নীল আকাশের নীচে আমি। 
 ১৫.পিচঢালা এ পথটারে ভালোবেসেছি। 
১৬.চোখ যে মনের কথা বলে।
১৭.ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে। 
১৮.কোন একদিন আমায় তুমি খুজবে।

 তো চলুন একে একে প্রতিটা গানের লিরিক্স শেয়ার করা যাক। 


১ঃ হায়রে মানুষ রঙিন ফানুস

ছায়াছবি: বড় ভালো লোক ছিলো। 

শিল্পী: এন্ড্রু কিশোর। 

গীতিকার: সৈয়দ শামসুল হক।

সুরকার: আলম খান। 



গানটির লিরিক্সঃ

হায়রে মানুষ রঙিন 

ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই 

নাই একটুখানি হুশ। 

হায়রে মানুষ রঙিন 

ফানুস

রঙিন ফানুস হায়রে 

মানুষ

হায়রে মানুষ রঙিন 

ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই 

নাই একটুখানি হুশ। 

হায়রে মানুষ রঙিন 

ফানুস

রঙিন ফানুস হায়রে 

মানুষ

হায়রে মানুষ রঙিন 

ফানুস

পুর্নিমাতে ভাইসা গেছে 

নীল ধরিয়া 

সোনার পিনিশ

বানাইছিলা যতন করিয়া 

পুর্নিমাতে ভাইসা গেছে 

নীল ধরিয়া 

সোনার পিনিশ

বানাইছিলা যতন করিয়া 

চেলচেলাইয়া চলে পিনিশ

ডুইবা গেলেই ভুস!

হায়রে মানুষ রঙিন 

ফানুস

দম ফুরাইলেই ঠুস!

মাটির মানুষ থাকে 

সোনার মহল গড়িয়া 

জ্বালাইয়াছে সোনার 

পিদিম তীর্থ হরিয়া 

ঝলমলায়া জ্বলে পিদিম 

নিইভ্যা গেলেই ফুস। 

হায়রে মানুষ রঙিন 

ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই 

নাই একটুখানি হুশ। 

হায়রে মানুষ রঙিন 

ফানুস

রঙিন ফানুস হায়রে 

মানুষ

হায়রে মানুষ রঙিন 

ফানুস

রঙিন ফানুস হায়রে 

মানুষ


(সেরা পুরনো বাংলা গানের লিরিক্স। সেরা বাংলা গান)

Comments